মার্ক জুকারবার্গ

 15 বছর আগে, মার্ক জুকারবার্গ তার হার্ভার্ড কক্ষে 5 জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।


কারণ? একটি ব্যবসার সুযোগ সম্পর্কে কথা বলতে. মাত্র ২ জন তার সাথে দেখা করতে গিয়ে তার কথা শুনে চ্যালেঞ্জ গ্রহণ করেন!

আজ, দুজনেই বিলিয়নিয়ার! ডাস্টিন মস্কোভিটজ $6.5 বিলিয়ন এবং এডুয়ার্ডো সেভেরিন $3.4 বিলিয়নের বেশি সম্পদের মালিক!

যখন কোন বন্ধু আপনাকে ব্যবসার সুযোগের কথা বলে, শুনুন এবং আপনার মন খুলে দিন। সামনে কি হতে পারে, তা আপনি কখনই কল্পনা করতে পারবেন না





কেউ হয়তো বা আপনাকে   join friends group  এর সন্ধান  দিয়েছে,,  হয়তো  সে আপনাকে  বিজনেসর কথা  বলছে বা বলে নাই,,,  কিন্তু  আলহামদুলিল্লাহ্  আপনি একটি  ভালো প্রতিষ্ঠানে আসতে পেরেছেন।
যারা সততার সাথে বিজনেস করে,,, 


তারচেয়েও মজার কথা হলো,,  ইচ্ছা করলে  আপনি নিজেই  এখন থেকে  বিজনেস করে,,  প্রতিমাসে লক্ষদিক  টাকা ইনকাম করতে পারবেন। সাথে আমাদের আকার্শনীয় প্রমোশন এবং রিয়োর্ড তো থাকছেই..।

এই জন্য প্রথমে পুরো ওয়েবসাইটটি  ঘুরে দেখুন।  আর মন দিয়ে ............  কোথায়  রাখবেন সেটা,, আপনার  ব‍্যপার..

মন্তব্যসমূহ