বিশ্বাসীদের গুন

 বিশ্বাসীদের কিছু গুন...


আত্মবিশ্বাসী লোকেরা তাই করে, যা তারা বিশ্বাস করে। সর্বদা সামনে অগ্রসর হয়, কখনো পিছপা হয় না।
তারা ঝুঁকি নিতে পছন্দ করে।
তারা অতিরিক্ত শ্রম করে এবং নিজের সফল‍্য লাভ করে। যখন তারা ভুল করে তখন তা শিকার করে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে।
তারা অহংকার করে না বরং অন্যের অর্জনে তাদেরকে আনন্দিত করে।
অনুগ্রহ ও প্রশংসার সাথে কৃতজ্ঞতা গ্রহণ করে।

তাদেরকে কেউ কখনো সুযোগ দিলে সে সুযোগকে কাজে লাগায়। কখনো সুযোগ হাতছাড়া করে না।

নিজের সময়কে কাজে লাগায়,, কখনোই অবহেলায় কাটায় না।
বিশ্বাসীরা শ্রমকে বিশ্বাস করে এবং তারা তাদের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করে,, সফলতা তাদের আসুক বা না আসুক তাদের কখনোই আফসোস থাকে না,, কারণ তারা সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছে,,   বাকি আল্লাহ্ তাকদিরে রাখেনি..

তারা নিজের বিশ্বাসকে একটু চ্যালেঞ্জ করে... প্রতিটি অসুবিধায় একটি সমাধান খুঁজে বের করে...  এভাবেই তার সামনে এগিয়ে যায়।।

মন্তব্যসমূহ