ইনভাইট এর গুরুত্ব..

দলগত কাজে সফল হতে হলে,  লোক বা সংগঠনিক শক্তি সৃষ্টি করে জয়েন ফ্রেন্ডস গ্রুপের  সফলতা অর্জনের জন্য ইনভাইট এর গুরুত্ব অপরিসীম..

প্রতিটা জিনিসের জন্যই ইনভেইট রয়েছে..
যেমন নামাজের জন্য আযান, পণ্য বিক্রির জন্য এ‍্যাড,, ঠিক তেমনি ভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য এড হলো ইনভাইট করা..
নেটওয়ার্ক মার্কেটিং এর প্রায় 70 পার্সেন্ট ডিস্ট্রিবিউটর ব্যর্থ হয় এই ইনভাইট এর কারনে,,

যত বেশি ইনভাইট করবেন,, ততবেশি জয়নিং হবে, আর যত বেশি জয়নিং হবে তত বেশি ইনকাম হবে।











ইনভাইট করার আগে..

প্রথমে নিজ ডাইরিতে লাম্বা একটি নাম লিস্ট করতে হবে..
মনে রাখবেন যার নাম লিস্ট যত বড় হবে তার ইনকাম তত দ্রুত আগাবে..
সর্বনিম্ন 100  আপনি 200 / 300  নাম লিস্ট করুন। এরপরে এদের মোবাইল নাম্বার কালেক্ট করুন।প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জার কালেক্ট করুন। আস্তে আস্তে তার সাথে পরিচয় হন এবং ইনভাইট করুন।


ইনভাইট করার আগে আপনাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে,,
1. মার্জিত ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে,
2.  বিজনেস ব‍্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে,,
3. মনকে সভালিল রেখে.. কথা বলতে হবে..


কাকে ইনভাইট করবেন...?

ইনভাইট করার আগেই ভাবতে হবে.. কাদেরকে ইনভাইট করা যায়।
1.শিক্ষিত বেকারদেরকে করতে পারেন।
2. ছাত্র-ছাত্রীদেরকে করতে পারেন,
3. অল্প আইয়ের চাকরিজীবী মানুষকে করতে পারেন,
4. স্বল্প ব্যবসায়ীদেরকে করতে পারেন।
5. যে কোন বেকার যুবককে করতে পারেন।
6. মানুষত্ব আছে এমন যে কাউকে ইনভাইট করা যেতে পারে,,


কাদের কে ইনভাইট করা উচিত নয়...
1. যাদের চাহিদা বা আগ্রহ  বা গ্রহণের যোগ্যতা নেই,,
2. সমাজের উচ্চবিত্ত লোকদেরকে...
3. যাদের বয়স 16 বছরের কম,,
4. মদস্ত ব্যক্তি ...... পরায়ণ ব্যক্তি
5. যাদের শিক্ষাগত যোগ্যতা এতই কম যে কথা শোনার বা বোঝার মত ক্ষম নেই,,




মোবাইলে কিভাবে ইনভাইট করবেন..
1. প্রথমে যে কোন ফ্রেন্ডের সাথে আপনার পরিচয় হতে হবে..
2. তার সম্পর্কে আপনার মোটামুটি জানতে হবে। সে কি করে...?  কোথায় থাকে...?  পরিবার কেমন অবস্থা..? ইত্যাদি সবই জানা দরকার।
3. এরপরে আপনার কোম্পানির অপরচুনিটি তাকে জানাতে পারেন,,
যদি সে রাজি হয়.. তবে অফিসেও নিয়ে আসতে পারিন।
কখনো জোর করবেন না।
আপনার কোম্পানির প্রোডাক্টটা গুলো দেখাতে পারেন। গুনগত সম্পর্কে  আলোচনা করে তাকে আকৃষ্ট করতে হবে।

4. মোবাইলে বিজনেস প্লান দেখাবেন না।  তবে কিছু বিবরণ বলা যেতে পারে..






ইনভাইট করার সময় যা যা বলা যাবে না,,
1. মিথ্যা কথা বলা যাবে না,
2. লোভ দেখানো যাবে না,
3. প্রতারণামূলক কথা বলা যাবে না
4.  লোক দিতে হবে একথা বলা যাবে না,
5. লাভের কথা বলা যাবে না।
6. দু দিনেই টাকাওলা হয়ে যাবেন  এ কথা বলা যাবে না।
7. দুদিনেই স্বপ্ন পূরণ হবে এ কথা বোঝা যাবে না,,

8. আপনারা ইনকামের কথা জানতে চাইলে.. বলতে হবে আমি আমার ইনকাম ধারা সন্তুষ্ট আছি,, 

মন্তব্যসমূহ